যুব মহিলা লীগের নেত্রী সাবেক কাউন্সিলর শাহেনা গ্রে,ফতা,র
মনজুর আলম স্টাপ রিপোর্টার কক্সবাজার
কক্সবাজার শহরে যৌত বাহিনীর অভিযানে কক্সবাজার পৌরসভার ১ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর ও যুব মহিলা আওয়ামী লীগের নেত্রী শাহেনা আকতার পাখিকে গ্রেফতার করেছেন যৌত বাহিনী!
বুধবার (৩০ জুলাই) ভোর ৪টার দিকে কক্সবাজার শহরের নিজ বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াছ খান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন শাহেনা আকতার পাখি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।