বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে বদলগাছীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
মোঃ ফরহাদ হোসেন, নওগাঁ প্রতিনিধি:
“জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই”—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূর করার দাবিতে র্যালি ও মানববন্ধন করেছে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন।
বুধবার (৩০ জুলাই) বেলা ১১টায় উপজেলার প্রায় ২০টি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করে বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন।
মানববন্ধনে ভান্ডারপুর কেজি স্কুলের পরিচালক শফিউল হাসান দীপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ হাফিজার রহমান, সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন, সদস্য মোঃ ফারুক হোসেন, মোছাঃ ফেন্সি, মোঃ আঃ মতিন ও শিক্ষিকা শাম্মী আক্তার।
বক্তারা বলেন, সম্প্রতি সরকার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা চালু করায় তারা খুশি। কিন্তু গত ১৭ জুলাই ২০২৫, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের এক পরিপত্রে শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের কথা বলা হয়, যা সম্পূর্ণ বৈষম্যমূলক। এতে দেশের প্রায় ৬৫ হাজার ৭০০ বেসরকারি এবং এনজিও পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ শিক্ষার্থী এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে।
তারা বলেন, শিক্ষার সূচনাতেই বৈষম্য হলে শিশুদের মেধা ও মনোবল বিকাশে বাধা তৈরি হবে।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
এই কর্মসূচির মাধ্যমে বক্তারা বেসরকারি শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান এবং সংশ্লিষ্ট পরিপত্রটি দ্রুত বাতিলের আহ্বান জানান।