1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

বিশেষ অভিযানে রঙ্গীখালীর পাহাড় হতে বিদেশী অ/স্ত্র, দেশীয় অ/স্ত্র, গো/লা/বারুদ ও গ্রে/নে/ড উদ্ধার।

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

বিশেষ অভিযানে রঙ্গীখালীর পাহাড় হতে বিদেশী অ/স্ত্র, দেশীয় অ/স্ত্র, গো/লা/বারুদ ও গ্রে/নে/ড উদ্ধার।

শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ উপজেলা প্রতিনিধি:

২৯ জুলাই ২০২৫ তারিখ আনুমানিক সময় রাত ২টা হতে ৩ ঘটিকা বিজিবি ও র‌্যাবের চৌকষ টহল দল হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর গহীন পাহাড়ে চিরুনী অভিযান পরিচালনা করে। উল্লেখ্য, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, একটি গ্রুপের ০৪ (চার) জন ডাকাত দল রঙ্গীখালীর গলাচিরা নামক পাহাড়ে সাময়িক আস্থানা গেড়ে সেখানে অবস্থান করছে। এ তথ্যের প্রেক্ষিতে বিজিবি এবং র‌্যাব এর দুইটি স্পেশাল টহল দল রঙ্গীখালীর গলাচিরা পাহাড়টির বাহিরে থেকে ঘিরে ফেলে। ডাকাত দল বিজিবি ও র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পাহাড়ের সংকৃর্ণ জায়গা খুজে নিজেদেরকে অন্যত্র স্থানান্তর করার লক্ষে দূর পাহাড় হতে ০২ (দুই) রাউন্ড ফাঁকা ফায়ার করে এবং দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি এবং র‌্যাব এর স্পেশাল টহল দল উক্ত পাহাড়ে চিরুনি তল্লাশীর মাধ্যমে ডাকাত দলের লুকিয়ে রাখা লুকিয়ে রাখা নিম্নবর্ণিত অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেঃ

১। বিদেশী অস্ত্র (UZI)-০১ টি।
২। একনলা গাদা বন্দুক (লং ব্যারেল) -০২ টি।
৩। আর্জেস হ্যান্ড গ্রেনেড-০৪ টি (বডিসেট ফিউজসহ)।
৪। গুলি-১০ রাউন্ড (৭.৬২ X ৫১ মিঃ মিঃ ন্যাটো)।

স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায় যে, রঙ্গীখালীতে ডাকাত দলের মাদক চোরাচালানী গুম/খুন/চাঁদাবাজি/অপহরণসহ নানাবিধ অনৈতিক কর্মকান্ড পরিচালনা করত। বিজিবি ও র‌্যাবের এ যৌথ অপারেশনের ফলে স্থানীয় জনসাধারনের মাঝে সস্থি ফিরে এসেছে। ভবিষ্যতেও এ ধরণের সাহসিকতার অভিযান অব্যাহত থাকবে।

২। এ ব্যাপারে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা ও হ্যান্ড গ্রেনেড ধ্বংস করার নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে অত্র ব্যাটালিয়ন ও র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট