1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

বাঁশখালীতে বিভিন্ন প্রকল্প উদ্ভোধন করেন চট্রগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

বাঁশখালীতে বিভিন্ন প্রকল্প উদ্ভোধন করেন চট্রগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম

মোহাম্মদ ফখরুল ইসলাম
(বাঁশখালী উপজেলা প্রতিনিধি)

আজ ২৯ জুলাই ২০২৫ মঙ্গলবার চট্টগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম বাঁশখালী উপজেলায় সরকারি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন।

পরিদর্শনকালে উপজেলা পরিষদ কম্পাউন্ডে জেলা প্রশাসক মুক্ত মঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ত্রাণ ভান্ডার, গাড়ির গ্যারেজ, ওয়াশ কর্ণার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত কক্ষ আধুনিকীকরণ ও সংস্কার কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এরপর উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ফরিদা খানম প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম জোরদারের নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি বাঁশখালি উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের মাঝে বিদ্যমান টিম-ওয়ার্ক স্পিরিটের প্রশংসা করেন।

পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তিনি ৪০টি কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সরঞ্জামাদি, প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি ও উপকরণ বিতরণ করেন। এছাড়াও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাই-বেঞ্চ, লো-বেঞ্চ এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

এরপর তিনি বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ও জয়িতা কর্ণার উদ্বোধন করেন। একই দিন দুপুরে জেলা প্রশাসক বাঁশখালী থানায় চলমান সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

সবশেষে “বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন” প্রকল্পের আওতায় বাঁশখালী পৌরসভায় পানি সরবরাহ লাইন, গৃহ সংযোগ, ওভারহেড ট্যাংক এবং পানি শাখার অফিস উদ্বোধন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট