1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

নিয়ামতপুরে আশ্বিনা আমের রাজত্বে হাসছে কৃষকের মুখ

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

নিয়ামতপুরে আশ্বিনা আমের রাজত্বে হাসছে কৃষকের মুখ

মোঃ রেজাউল করিম নওগাঁ ( নিয়ামতপুর) উপজেলা প্রতিনিধি:

নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলায় আশ্বিনা আমের বাম্পার ফলন হয়েছে এতে কৃষকের মনে স্বস্তির হাসি ফুটেছে। অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যার কারণে আশ্বিনা আমের ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষক ও কৃষি বিভাগ।
নিয়ামতপুর উপজেলার বিভিন্ন আম বাগানে গিয়ে দেখা যায়, গাছে গাছে ঝুলছে আশ্বিনা আম। বাগান মালিকরা এখন ব্যস্ত সময় পার করছেন আম সংগ্রহ ও বাজারজাতকরণের কাজে। অনেক কৃষকই বলছেন, এ বছর ফলন যেমন ভালো হয়েছে, তেমনি বাজারে দামও তুলনামূলক সন্তোষজনক।
স্থানীয় কৃষক আব্দুল রহমান বলেন, গত বছরের তুলনায় এ বছর অনেক বেশি আম ধরেছে। আশ্বিনা আমের চাহিদাও ভালো। আমরা খুশি।
নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা তথ্য মতে, এবার উপজেলায় প্রায় ৩৫০ হেক্টর জমিতে আশ্বিনা আমের চাষ হয়েছে। প্রতিটি বাগানে ভালো ফলন হয়েছে ।
আশ্বিনা আমের বৈশিষ্ট্য হলো এটি দীর্ঘস্থায়ী ও রপ্তানিযোগ্য। ফলন ভালো হওয়ায় আম চাষিরা এবার লাভবান হবেন বলে আশা করা যাচ্ছে।
তবে কিছু কৃষক জানিয়েছেন, পরিবহন ও সংরক্ষণ সমস্যা থাকায় তারা কিছুটা দুশ্চিন্তায় আছেন। দ্রুত এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন তারা। সার্বিকভাবে এবার নিয়ামতপুরে আশ্বিনা আমের ভালো ফলন কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে মনে করছেন কৃষিবিদরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট