আরিফুল ইসলাম মিল্টন
পিরোজপুর জেলা নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপি'র কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠনের দাবীতে সমাবেশ করেছে স্থানীয় বিএনপি।
বুধবার (৩০ শে জুলাই) বিকেল ৫ টায় শাঁখারীকাঠী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সাবেক শাঁখারীকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন খানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: নজরুল ইসলাম খান, উপজেলা আহবায়ক কমিটির সম্মানিত সদস্য মো: হিরুয়ার রহমান মোল্লা, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো: রফিকুল ইসলাম (টুকু), উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: রিয়াজ উদ্দিন ফরাজি, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো: মিল্টন মাঝি, দীর্ঘা ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক খায়রুল কবির, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহোর আালী মৃধা, দেউলবাড়ি ইউনিয় বিএনপি সাবেক আহ্বায়ক মো: ফিরোজ কিবরিয়া প্রমূখ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন বিগত দিন আন্দোলন সংগ্রামে যারা আমাদের সহযোদ্ধা ছিল না তারা একটি কুচক্র মহলের মাধ্যমে বিভিন্ন ইউনিয়নে বিএনপি'র নেতৃত্ব দিতেছেন তিনি আরো বলেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্যার যেভাবে ওয়ার্ড থেকে নেতা নির্বাচন করার নির্দেশ দিয়েছে সেই ভাবেই এই শাঁখারিকাটি ইউনিয়নের ৯ টি ওয়ার্ড সহ ৩৯ টি ওয়ার্ড বিএনপি'র কমিটি গঠন করা হবে।
এ সময় বক্তারা তাদের পৃথক পৃথক বক্তব্যে বলেন, নাজিরপুর উপজেলার কোন পকেট কমিটি আমরা মানি না এবং মানবো না, ৪১ টি ওয়ার্ড কমিটি কাউন্সিলের মাধ্যমে করতে হবে অর্থাৎ ভোটের মাধ্যমে করতে হবে। অন্যথায় তারা কঠোর হুঁশিয়ারি প্রদান করে।