নড়াইল ২ আসনে খেলাফত মজলিসের নির্বাচনী গনসংযোগ।।
নাইম টিটো নড়াইল প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ব্যাপক গনসংযোগ করছেন।নড়াইল-২ আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা আ. হান্নান সরদারের গণসংযোগ অব্যাহত
নড়াইল,আজ বুধবার( ৩০জুলাই) লক্ষী পাশা চৌরাস্তা সহ বিভিন্ন এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নড়াইল জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা আ. হান্নান সরদার ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি ইসলামি আদর্শ ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়ে জনগণের মাঝে আস্থা অর্জনের চেষ্টা করছেন।
তিনি বলেন, নিজেদের নয়, আমরা ঐক্য ও কল্যাণমূলক খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। জনগণের সার্বিক মুক্তির জন্য ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা অপরিহার্য।
গণসংযোগকালে তিনি তার প্রতীক দেয়াল ঘড়ি মার্কায় ভোট প্রার্থনা করেন এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
খেলাফত মজলিসের স্থানীয় নেতাকর্মীরা জানান, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জনগণের নিকট মাওলানা হান্নান সরদার একজন বিশ্বস্ত ও গ্রহণযোগ্য মুখ। তার নেতৃত্বে নড়াইলবাসী একটি কল্যাণমুখী ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আশায় রয়েছে।
প্রচারণায় উপস্থিত ছিলেন মাওলানা কাজী গোফরানসহ অন্যান্য নেতৃবৃন্দ।