ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ কর্মসূচি শুরু
মোঃ রাকিব ঠাকুরগাঁও উপজেলা প্রতিনিধি
“শিক্ষার আলোয় উদ্ভাসিত হয়ে, বিভেদ ভুলে ঐক্যের সুরে—এসো হাঁটি প্রগতির পথে” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে কলেজভিত্তিক নতুন কমিটি গঠনের লক্ষ্যে সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দিনব্যাপী এ কর্মসূচির প্রথম দিনে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাঁও সরকারি কলেজ, আন্দুর রশিদ ডিগ্রি কলেজ, রুহিয়া ডিগ্রি কলেজ ও গড়েয়া ডিগ্রি কলেজ—এই পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে সদস্য ফরম বিতরণ করা হয়।
ফরম সংগ্রহ করতে কলেজগুলোর শিক্ষার্থী ও ছাত্রদল কর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ করা যায়। সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে এই কার্যক্রম চালু করা হয়েছে বলে জানান ছাত্রদলের নেতারা।
তারা বলেন, এ কার্যক্রমের মাধ্যমে সংগঠনের তৃণমূল পর্যায়ে নতুন নেতৃত্ব উঠে আসবে এবং আগামীর রাজনীতিতে ছাত্রদল আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে।