1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

টাঙ্গাইলে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

আঃ হালিম আতিক
জেলা প্রতিনিধি টাঙ্গাইল।

টাঙ্গাইলে জাতীয় নাগারিক পার্টির পদযাত্রায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক শিক্ষার্থীদের যেতে বাধ্য করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি চলবে না, চলবে না’ বলে স্লোগান দেয়।

বুধবার দুুপুরে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ করেন।

এতে প্রতিবাদ সমাবেশে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তক ও বর্তমান শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মঙ্গলবার শহরের নিরালার মোড়ে এসসিপির পদযাত্রা চলাকালে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাশ চলাকালে শিক্ষার্থীদের জোরপূর্বক পদযাত্রায় নিয়ে যাওয়া হয়। এসময় শিক্ষকরা বাধা দিলে তাদের বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে রাজনীতিবিদের জন্ম হয়েছে। কেউ এ বিদ্যালয় নিয়ে কখনও রাজনীতি করেনি। এনসিপি যারা করেছে, এ নিয়ে প্রকাশ্যে ক্ষমা না চাইলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।

আন্দোলনে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এছাড়াও অনেক শিক্ষার্থী স্যোসাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে।

অভিযোগের বিষয়ে জেলা এনসিপি বলেন, আমি এ নিয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কাছে দু:খ প্রকাশ করছি। আমরা তাদের বলেছি ভবিষ্যতে এনসিপির কোন প্রোগামে তাদের আনা হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট