জামালপুরে প্রতিবন্ধী শাহীনকে দেওয়া হলো উপজেলা প্রশাসনের উপহার
মোঃ আনোয়ার হোসাইন বিশেষ প্রতিনিধি, জামালপুর।
জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের প্রতিবন্ধী শাহীন জীবন জীবিকার জন্য যুদ্ধ করে যাচ্ছে। বিষয়টি জানতে পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রতিবন্ধী শাহীনকে ক্রয় করে দেওয়া হয় একটি অটোরিক্সা। বুধবার উপজেলা প্রশাসনের এই উপহার প্রতিবন্ধী শাহীনের হাতে তুলে দেন জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর হায়দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, উন্নয়ন সংঘের পরিচালক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম, এসপিকে এর নির্বাহী পরিচালক মোঃ এনামুল হক প্রমুখ।। অটোরিক্সা উপহার পেয়ে কান্নাজড়িত কণ্ঠে প্রতিবন্ধী শাহীন বলেন, এই অটোরিক্সা আমাদের জীবন সংগ্রামকে লাঘব করবে এবং অর্থনৈতিকভাবে সাবলম্বী হতে সহায়তা করবে। আমরা ইউএনও’র জন্য দোয়া করি। তিনি আরো ভালো কাজ করে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী বলেন, অসহায় প্রতিবন্ধী শাহীনের বিষয়টি জানতে পেরে সমাজসেবা ও বিভিন্ন এনজিও’র মাধ্যমে তার কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে একটি অটোরিক্সা ক্রয় করে দেওয়া হয়। আশা করি এর মাধ্যমে সে সাবলম্বী হতে পারবে।