কুতুবদিয়া থানা পুলিশ অ,ভিযা,নে কৃষকলীগের নে,তা আ,টক
নিজস্ব সংবাদদাতা,
দ্বীপ উপজেলা কুতুবদিয়া থানা পুলিশের অভিযানে কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ ইসহাক কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০জুলাই) অভিযান পরিচালনা করে বড়ঘোপ ইউনিয়ন এলাকা থেকে কুতুবদিয়া থানার একটি টিম তাকে আটক করে।
মোঃ ইসহাক (৪৫) লেমশীখালী ইউনিয়নের ০২ নং ওয়ার্ড করলা পাড়া গ্রামের মৌলভী মৃত সিরাজুল ইসলাম এর ছেলে বলে জানা যায়। তিনি কুতুবদিয়া থানার জিআর নং-৯৩, মামলা নং-৫(১০)২৪ এজাহার ভক্ত ৭৮ নং আসামী। "তার বিরুদ্ধে পুর্বের ডাকাতি, অস্ত্র সহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে বলে থানা সুত্রে জানান।"