ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেনের ইন্তেকাল: এলাকায় শোকের ছায়া
মোঃ আব্দুল জলিল পাশা , সাটুরিয়া (মানিকগঞ্জ)
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের আলীনগর গ্রামের প্রবীণ সমাজসেবক ও অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন (৮৫) আর নেই। বার্ধক্যজনিত নানা রোগে ভুগে তিনি গত ২৯ জুলাই (সোমবার) সকাল ৯টায় মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম মনোয়ার হোসেন ছিলেন ফুকুরহাটি ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামসু রহমান সামছুর মামা। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও ধর্মীয় অনুশাসনের মাধ্যমে জীবনযাপন করেছেন। তিনি ছিলেন ধর্মভীরু, দানশীল এবং সহজ-সরল স্বভাবের একজন ব্যক্তিত্ব।
তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে স্থানীয় মহল। মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন—আমিন।