আশুলিয়ায় ‘নারকীয় জুলাই স্মরণে’ বিএনপির প্রতিবাদ সমাবেশে তারেক রহমান: “জনগণকে দুর্বল রেখে রাষ্ট্র টেকসই করা যায় না”
নাদিম হাসান শিশির, বিশেষ প্রতিনিধি, আশুলিয়াঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণকে দুর্বল রেখে রাষ্ট্র, রাজনীতি, সরকার কিংবা সংস্কার—কোনোটিই টেকসই করা সম্ভব নয়।
বুধবার সাভারের আশুলিয়ায় ‘নারকীয় জুলাই আশুলিয়া থানা সংলগ্ন লাশ পোড়ানো স্থানে’ ঢাকা জেলা বিএনপির আয়োজিত ছাত্র-শ্রমিক-জনতার “জুলাই অভ্যুত্থান ২০২৪” স্মরণে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ হটিয়ে জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার ভার দিয়েছে। কিন্তু সেই সরকারের একটি অংশ এখন নানা অপকৌশলে ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের সুযোগ করে দিতে চায়। এতে গণতন্ত্র উত্তরণের পথ সংকটে পড়তে পারে। তিনি হুঁশিয়ার করে বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত অগ্রগতি যেন ভুল সিদ্ধান্তে ধ্বংস না হয়।
তিনি বলেন, “রাজনীতি ও রাষ্ট্রের মূল শক্তি জনগণ। তাদের ক্ষমতায়ন না হলে টেকসই সরকার ব্যবস্থা গড়ে ওঠে না। বিএনপি একটি শক্তিশালী ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে জনগণই হবে ক্ষমতার উৎস।”
তিনি আরও বলেন, শহীদরা শুধু সংখ্যা নন, তাঁদের আত্মত্যাগ দেশের জন্য এক অমূল্য ঋণ। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সাভার-আশুলিয়ায় শহীদ শ্রমজীবী মানুষদের সম্মানে একটি স্থায়ী স্মারক নির্মাণ করবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত গণতন্ত্র ব্যাহত না করে একটি নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। তিনি সতর্ক করেন, যাতে করে ‘ফ্যাসিস্ট শক্তি’ আবার দেশে ফিরে আসার সুযোগ না পায়।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “ফ্যাসিবাদের পতন হলেও এখন এনজিওবাদ দেশ চালাচ্ছে।” তিনি এর থেকে উত্তরণের পথনির্দেশনার জন্য নেতার প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, আমান উল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সুলতান সালাউদ্দিন টুকু, দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, আমিনুল হক প্রমুখ। এসময় বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্যরাও।