আশাশুনি ও সাতক্ষীরায় বিশ্ব মানব
পাচার প্রতিরোধ দিবস পালিত।
আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি।
সংঘবদ্ধ অপরাধ মানব পাচার, বন্ধ হোক শোষনের অনাচার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনি ও সাতক্ষীরায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস ২০২৫ পালন করা হয়েছে। মঙ্গলবার সারা বিশ্বে জাতিসংঘ ঘোষিত ‘বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস ২০২৫’ পালনের ধারাবাহিকতায় মানবাধিকার সংগঠন ‘রাইটস যশোর’ এ দিবস পালন কর্মসূচি পালন করে।
মঙ্গলবার সকালে সাতক্ষীরাতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ‘আইওএম’ এবং কোইকা এর আর্থিক সহযোগিতায় ও সাতক্ষীরা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সার্বিক সহযোগিতায় বর্ণাঢ্য র ্যালির আয়োজন করে। র ্যালি উদ্বোধনকালে প্রধান অতিথি ও অন্যান্যরা বলেন, মানব পাচার একটি নীতি বিরোধী/গর্হিত কাজ। মানব পাচার একটি সংগঠিত অপরাধ কার্যক্রম, এর বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ও কমিউনিটি লেভেলে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। র ্যালি উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান। এসময় আইওএম প্রতিনিধি মো: আরিফুজ্জামান, রাইটস যশোরের ডেপুটি ডিরেক্টর এস. এম. আজাহারুল ইসলাম, প্রোগ্রাম অফিসার প্রনব কুমার দাস ও মো: সাইফুল ইসলাম, মনোসামাজিক কাউন্সিল মো: শামীম রেজা, ডেস্ক অফিসার ওসমান গণি, টিটিসির সম্ভাব্য অভিবাসী, ব্র্যাক, অগ্রগতি সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিগণ, প্রেসক্লাবের প্রতিনিধিগণ প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে দিবসটি উপলক্ষে ২৯ জুলাই কমিউনিটি পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় আশাশুনি উপজেলার চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচ, ভিডিও প্রদর্শনি ও কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রদর্শক রামীম আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান শিক্ষক বিমলেন্দু দাশ, রূপান্তরের ওয়াশ প্রকল্পের পিসি মোঃ ছাইব হোসেন নান্নু প্রমুখ উপস্থিত ছিলেন।