পিকেএসএফ এবং ইএসডিও’র মধ্যে ৫ ট্রেডে প্রশিক্ষণ প্রদানের জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষর
অপূর্ব রায় ঠাকুরগাঁও উপজেলা প্রতিনিধি
দেশের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং টেকসই কর্মসংস্থান নিশ্চিত করতে পিকেএসএফ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো তিন বছর মেয়াদি SICIP-PKSF প্রকল্প। এ প্রকল্পের আওতায় সারাদেশে ১২ হাজার তরুণ-তরুণীকে বিভিন্ন ট্রেডে বিনামূল্যে আবাসন ও খাওয়াসহ প্রশিক্ষণ প্রদান করা হবে, যার মধ্যে ৩০% নারী অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এই প্রকল্পের অধীনে ১০টি প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে পিকেএসএফ চুক্তি স্বাক্ষর করেছে, যার মধ্যে অন্যতম হলো ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। ইএসডিওর সঙ্গে ৫টি ট্রেডে দক্ষতা প্রশিক্ষণ প্রদানের চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থসচিব ও SICIP-এর জাতীয় প্রোগ্রাম পরিচালক জনাব ড. খায়েরুজ্জামান মজুমদার, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোহাম্মদ ওয়ালিদ হোসেন, পিকেএসএফ চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খান, ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ফজলুল কাদের, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ জসীম উদ্দিন এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের কর্মসংস্থানের জন্য পিকেএসএফ প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। একইসাথে, পিকেএসএফ অতিরিক্ত আরও ১০,৫০০ জনকে প্রশিক্ষণের আওতায় আনার জন্য সরকারের কাছে প্রস্তাব জমা দিয়েছে। এর মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ, এতিম ও দুস্থ তরুণরা অগ্রাধিকার পাবে।