পত্নীতলায় এসএসসি কৃতি শিক্ষার্থীকে পুরষ্কার বিতরণ
মোঃ সাজেদুর রহমান,
স্টাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁর পত্নীতলা উপজেলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের এ উদ্যোগে ৪০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে
এ অনুষ্ঠানের সভাপতিত্বে করেন নওগাঁ জেলা শিক্ষা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোরশেদুল আলম সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি (এইচ এস পি) সহকারী পরিচালক তৌফিক এরফান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, নজিপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মতিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা প্রকৌশলী সন্তজ কুমার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আশীশ কুমার দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রল্লাদ কুমার কুন্ডু, উপজেলা কৃষি অফিসার সোহারাব হোসেন, উপজেলা ইউআইটিআরসিই সহকারী প্রোগ্রামার শামছ-ই-তাবরিজ ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ থেকে আগত প্রায় শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এসএসসি পরীক্ষায় কৃতিত্বের ভিত্তিতে নির্বাচিত প্রতিটি শিক্ষার্থীকে ১০ হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা করে মোট ৪০ জন কৃতি শিক্ষার্থীকে তাদের শিক্ষাজীবনে উত্তম ফলাফল ও পারফরম্যান্সের ভিত্তিতে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। যারা আজ পুরস্কার পেয়েছে, তারা শুধু নিজেদের নয়, বরং পরিবার, প্রতিষ্ঠান ও সমাজের গর্ব। সরকারের এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে, পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়তা করে। আমরা আশা করি এই পুরস্কার আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগাবে।