বিশেষ প্রতিবেদন
ডিমলা শহরের টিএনটি রোডের “মেসার্স বক্কর এন্ড সন্স” মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৯ শে জুলাই (মঙ্গলবার) সকাল ৮:৫০ মিনিটে দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
উপজেলার একটি জনবহুল এলাকায় এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়, যা মুহূর্তেই ভয়াবহ রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পেট্রোল পাম্পের সংরক্ষিত জ্বালানিতে ছড়িয়ে পড়ে এবং চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়,তাৎক্ষণিক ডিমলা থানার পুলিশ ও ফায়ার সার্ভিস এর ৪টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে ৩ ঘন্টা সময় লাগে।
এ ঘটনায় বিষয়ে পেট্রোল পাম্প শোরুমের কর্মচারী জাহিদ হাসান গণমাধ্যম কর্মী কে বলেন পেট্রোল পাম্প ও শোরুম এর মালিক ঢাকায় চিকিৎসাধীন আছেন আমরাই দেখাশোনা করতেছি হঠাৎ এই আগুন লাগায় আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণের বলেন ১০/১২ টি বাজাজ কোম্পানির মোটরসাইকেল ৯/১০ অটো ব্যাটারি চালিত গাড়ি,ব্যাটারি,যন্ত্রাংশ, এবং স্টারসীপ,কিউট,কুমারিকা তেল, গুডলাক এসব কোম্পানির ডিলার শিপের মালামাল ভিতরে ছিল। সবকিছু পুড়ে ছাই আমরা কোন মালামাল বের করতে পারি নাই। তবে অল্পের জন্য পার্শ্ববর্তী টিভিএস এর শোরুম এনআরবিসি ব্যাংক দোকান আশপাশের বসতবাড়িগুলো রক্ষা পেল।
অগ্নিকান্ডের সূত্রপাত বিষয়ে
পাম্প কর্তৃপক্ষের ধারণা করছেন ইলেকট্রিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
তবে এলাকাবাসী ও সচেতন মহল বলছেন এই অনুমোদন বিহীন মিনি পেট্রোল পাম্প উপজেলার বিভিন্ন এলাকায় যেখানে সেখানেই ব্যাঙের ছাতার মত হচ্ছে উপজেলা প্রশাসন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।