মোঃ আবদুল্লাহ আল-মামুন (ভ্রাম্যমাণ প্রতিনিধ)
চকরিয়া উপজেলা বিএ৷ নপির সম্মানিত আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক ও সদস্য সচিব মোবারক আলীর সাথে জাতীয়তাবাদী চিন্তাধারার আইনজীবীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৫টায় চকরিয়ার ঐতিহ্যবাহী সম্পান রেস্টুরেন্টের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি এবং অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন—চকরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ এস.এম. মনজুর, সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম ভুট্টো, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এ.এম. ওমর আলী, উপজেলা শ্রমিক দলের সভাপতি নাছির উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল কবির চৌধুরী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনোহর আলমসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
জাতীয়তাবাদী আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট নুরুল হুদা, অ্যাড সরওয়ার আলম, অ্যাড আবু ছালেহ, অ্যাড মঈনউদ্দিন, অ্যাড এমরান, অ্যাড মিফতাহ উদ্দিন চৌধুরী, অ্যাড ও.কে.এম. সাদী, অ্যাড মোকাম্মেল হক মানিক, অ্যাড শাহরিয়ার ফয়সাল, অ্যাড মনোহর আলম, অ্যাড ইয়াসির আরাফাত, অ্যাড ডলি সিদ্দিকী, অ্যাড জাহাঙ্গীর সিকদার, অ্যাড আবছার, অ্যাড নাজেম উদ্দিন, অ্যাড নজরুল এবং অ্যাড মোহাম্মদ পারভেজ।
সভায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, দলীয় সাংগঠনিক কার্যক্রম, এবং আইনজীবী ফোরামকে আরও সক্রিয় ও গতিশীল করার নানা দিক নিয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ আগামী দিনে বিএনপির আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।