সুনামগঞ্জ-১ আসনে তৃণমূলে আস্থার প্রতীক মাহবুবুর রহমান
দিলীপ কুমার দাশ
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তৃণমূল পর্যায়ে বিএনপি পুনর্গঠনের কাজ জোরেশোরে চলছে। স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের উদ্যোগে গ্রাম থেকে শুরু করে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে গঠিত হচ্ছে নতুন কমিটি। এর ফলে নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছে নতুন উদ্দীপনা ও কর্মচাঞ্চল্য।
এই সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান। তিনি একজন তরুণ ও জনপ্রিয় নেতা হিসেবে এলাকায় পরিচিত, পাশাপাশি সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে মাহবুবুর রহমান নিয়মিতভাবে সভা-সমাবেশ, মতবিনিময় সভা ও সাংগঠনিক সফরে অংশ নিচ্ছেন। তৃণমূল পর্যায়ে তাঁর সক্রিয় উপস্থিতি ও আন্তরিক প্রচেষ্টায় নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে আশাবাদ ও আত্মবিশ্বাস।
ধর্মপাশা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল হক বলেন, “মাহবুবুর রহমান বিএনপির তৃণমূল নেতাকর্মীদের আস্থার প্রতীক। তাঁর মতো একজন তরুণ, স্মার্ট ও নিবেদিত মানুষকে আমরা আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে দেখতে চাই।”
মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজিবুল হক তালুকদার বলেন, “মাহবুবুর রহমান তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা। হাওর অঞ্চলের উন্নয়নে তাঁর মতো জনদরদী নেতার প্রয়োজন রয়েছে।”
জামালগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক বলেন, “মাহবুবুর রহমান একটি রাজনৈতিক পরিবারের সন্তান। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই তাঁর পরিবার এ দলের সঙ্গে যুক্ত। তিনি মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছেন এবং একজন যোগ্য, ক্লিন ইমেজধারী নেতা হিসেবে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়।”