রৌমারীতে পচাঁ মাংস বিক্রির দায়ে মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা জ,রিমা,না
সাহের আলী রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম রৌমারীতে পচাঁ ও দুর্গন্ধযুক্ত মাংস বিক্রির দায়ে মােঃ আমিনুল ইসলাম নামের এক মাংস বিক্রেতাকে মাংস বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার ২৭/৭২০২৫ইং বিকেল ৬ টা ২০মিনিটের দিকে উপজেলা সদর ইসলামী ব্যাংক সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়।রৌমারী উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার এসময় তিনি বলেন, কসাইখানা পরিদর্শকের মাধ্যমে এই তথ্য জানতে পেরে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে মাংস স্টোর শৌলমারী ইউনিয়নের বাসিন্দা মােঃ আমিনুল ইসলাম (৪৪) কে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ২৪(১) ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা প্রাণী সম্পদ কামরুজ্জামান পাইকার ,