1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
নাতনির মৃ,ত্যু,র কয়েক ঘণ্টা পরই দাদার মৃ,ত্যু পাকুটিয়ায় কনের পিত্রালয়ে গোপনে বাল্যবিবাহ সম্পন্ন প্রেসক্লাব,পীরগাছা,নবগঠিত কার্যকরি কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান। ঈশ্বরদী রেলওয়ে স্টেশন বাইপাস যাত্রী ছাউনী কাজ শুরু হয়েছে। মুন্সীগঞ্জে কোরিয়ার ডাক্তার  দিয়ে ৫৫০ জনকে  চক্ষু চকিৎিসা নগরকান্দায় কৃতী শিক্ষার্থীদের সনদ ও সম্মাননা স্মারক প্রদান নওগাঁ সাপাহারে স্বনামধন্য এসএম হোন্ডা প্রচুর মার্কেট পেয়েছে। সুনামগঞ্জ-১ আসনে তৃণমূলে আস্থার প্রতীক মাহবুবুর রহমা মুন্সীগঞ্জে কোরিয়ার ডাক্তার  দিয়ে ৫৫০ জনকে  চক্ষু চকিৎিসা নকলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমে পুরস্কৃত হলো ১৯ মেধাবী শিক্ষার্থী

মুকসুদপুরে প্রতিবেশি কেটে দিল রগ গরুটি মৃ,ত্যু যন্ত্র,ণায় করছে ছটফট

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

মুকসুদপুরে প্রতিবেশি কেটে দিল রগ গরুটি মৃ,ত্যু যন্ত্র,ণায় করছে ছটফট

স্টাফ রিপোর্টার
ইমরান মাতুব্বরঃগোপালগঞ্জ)

গোপালগঞ্জে মুকসুদপুরে একটি গরুর রগ (লিগামেন্ট) কেটে দিয়েছে প্রতিপক্ষ । গরুর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে । তারপর থেকেই গরুটি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে । প্রাণি চিকিৎসকদের হাতে এর কোন চিকিৎসা নেই। তাই গরুটির জীবন সংকটের মধ্যে পড়েছে । প্রাণি সম্পদ কার্যালয় থেকে গরুর মেডিকেল প্রত্যয়ন দেওয়া হয়েছে । সেখানে দেশী বকনা জাতের এ গরুর বয়স ১ বছর ১১ মাস উল্লেখ করা হয়েছে । লালচে রং এর এ গরুটির পেছনের ডান পায়ের হাটুর নিচে রগ (লিগামেন্ট)ধারালে বস্তু দিয়ে বিচ্ছিন্ন করার কথা মেডিকেল প্রত্যয়নে বলা হয়েছে । এর প্রতিবাদ করায় গরুর মালিক মোঃ সেলিম সরদারকে (৫০) মারপিট করে হাত ভেঙ্গে দেওয়া হয়েছে।
এ ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুর ১২ টার দিকে মুকসুদপুর উপজেলার প্রভাকারদি গ্রামে।
তাৎক্ষনিকভাবে গরুটি উদ্ধার করে মুকসুদপুর উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ে নিয়ে আসা হয়। ওই কার্যালয়ের চিকিৎসকরা গরুটিতে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন ।
মুকসুদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: জাহাঙ্গীর আলম বলেন, গরুর পেছনের ডান পায়ের হাটুর নিচে রগ (লিগামেন্ট)ধারালে বস্তু দিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে। এ অবস্থায় গরুটি আমাদের কাছে নিয়ে আসার পর আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। কিছুদিন পর গরুর ক্ষত স্থানে পচন ধরতে পারে। ধীরে ধীরে গরুটি মৃত্যুর কোলে ঢলে পড়বে। তাই আমাদের দৃষ্টিতে গরুটির শারিরীক অবস্থা ঝুঁকির মধ্যে পড়েছে।
ওই কর্মকর্তা আরো বলেন, মানুষের রগ (লিগামেন্ট) কেটে গেলে চিকিৎসার ব্যবস্থা আছে। সঠিক চিকিৎসা পেলে মানুষ সুস্থ হয়ে ওঠে কিন্তু বাংলাদেশে গরুর রগকাটা গেলে এখনো অধুনিক চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হয়নি । রগকাটা গরুর চিকিৎসা আমাদের কাছে নেই।
মুকসুদপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রভাকরদি গ্রামের নিয়ামত খান বলেন, গরুর রগ কাটার প্রতিবাদ করায় গরুর মালিকের ডান হাত ভেঙ্গে দেওয়া হয়েছে বলে নিশ্চিত হয়েছি ।
গরুর মালিক প্রভারকদি গ্রামের আব্দুল মান্নান সরদারের ছেলে মোঃ সেলিম সরদার বলেন, আমি ওই গ্রামের ইমদাদ মোল্যার পাট ক্ষেতের পাশের ফাঁকা জায়গায় গরু গোছড় (বেঁধে) দিয়ে আসি । সেখানে গরু ঘাস খাচ্ছিল। পরে দুপুরের দিকে খবর পাই আমার গরুর রগ প্রতিবেশি মজিদ মোল্লা ওরফে কুটি মোল্লার ছেলে ইমদাদ মোল্লা কেটে দিয়েছে । এ ব্যাপারে জানতে গেলে ইমদাদ মোল্লা ও তার ছেলেরা পিটিয়ে আমার হাত ভেঙ্গে দিয়েছে । আমরা গরু এখন মৃত্যু যন্ত্রণায় সটফট করছে। আমি দুই যন্ত্রণা সহ্য করতে পারছি না।এ ব্যাপারে আমি থানায় অভিযোগ দেব। আমি এ ঘটনার বিচার চাই।
অভিযুক্ত ইমদাদ মোল্যার ছেলে রমজান মোল্লা বলেন, গরুর রগ কাটা সম্পর্কে আমি কিছু জানি না। সেলিম সরদারের গরু আমাদের পাটের ক্ষেতে এসে পাট ভাঙ্গতে থাকে । পরে আমার বাবা গরুটি রশিসহ ধরে নিয়ে আসে । এ নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে আমার বাবা ও আমি আহত হয়েছি।
এ ব্যাপারে মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল বলেন, ঘটনার বিষয়টি আমরা শুনেছি। এখনো কেউ অভিযোগ দেয়নি । অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট