মাছখোলা হাজী শামসুদ্দিন এতিমখানা ও আল-মদিনা জামে মসজিদ এ ১ লক্ষ টাকা দান করলেন ড. মো: আতিকুস সামাদ
মোঃ জামাল উদ্দিনঃ সাতক্ষীরা
২৮শে জুলাই সোমবার ২০২৫সাতক্ষীরা সদর উপজেলার নয় নম্বর ব্রম্মরাজপুর ইউনিয়নের
মাছখোলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হাজী শামসুদ্দীন এতিমখানা।
এখানে ছাত্রদেরকে বিনামূল্যে কুরআন শিক্ষা প্রদান করা হয়। কিন্তু এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত অবহেলিত। এই অবহেলিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে সচল রাখতে এতিমখানায় ৫০ হাজার টাকা ও আল মদিনা জামে মসজিদে ৫০ হাজার টাকা অনুদান দিলেন মাছখোলার কৃতি সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট শাখার সম্মানিত ডেপুটি রেজিস্টার (প্রশাসন ও বিচার)ড.মো: আতিকুস সামাদ।
এ সময় ড. মোঃ আতিকুস সামাদ বলেন আমি মাছখোলার সন্তান মাছখোলা আমার জন্মভূমি মাছখোলার সকল স্তরের জনগণের সাথে আমি সবসময় পাশে থাকবো ইনশাআল্লাহ।
এ সময় তিনি মাছখোলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন হাজী শামসুদ্দিন এতিমখানা ও আল মদিনা জামে মসজিদ এর কার্যকারী পরিষদের সদস্যবৃন্দ।।