ভালুকায় শিশু বলা,ৎকা,রের অভি,যো,গে ইমাম গ্রে,ফ,তার
বিশেষ প্রতিনিধি: পুলক শেখ । ২৮ জুলাই ২০২৫, সোমবার
ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকা উপজেলার সোয়াইল উত্তরপাড়ায় শিশু বলাৎকারের অভিযোগে মো. আশরাফুল ইসলাম (২২) নামে এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার (২৭ জুলাই) রাতে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আশরাফুল ত্রিশাল উপজেলার নওপাড়া গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর চাচা কাজল হোসেন খান বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আশরাফুল ত্রিশালের একটি হাফিজিয়া মাদরাসায় পড়াশোনা করেন। গত শনিবার (২৬ জুলাই) তিনি সোয়াইল গ্রামে নিজ বাড়িতে আসেন। পরদিন রোববার তিনি সোয়াইল উত্তরপাড়া জামে মসজিদে আসর, মাগরিব ও এশার নামাজে ইমামতি করেন। নামাজের পর ভুক্তভোগী শিশু মসজিদে ইমামের সঙ্গে রাতের খাবার গ্রহণ করে। এ সময় শিশুর মা তাকে বাড়িতে নিয়ে যেতে আসলে আশরাফুল জানান, শিশুটি তার সঙ্গে মসজিদে রাত্রিযাপন করবে।
রাত সাড়ে নয়টার দিকে আশরাফুল ওই শিশুর ওপর বলাৎকারের চেষ্টা করেন। শিশুর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে হাতেনাতে আটক করেন। উত্তেজিত জনতা আশরাফুলকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর করে।
ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আবু তাহের জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত মো. আশরাফুল ইসলামকে গ্রেফতার করে সোমবার (২৮ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।