বৃষ্টিতে বেহাল দশা বরিশালের রাস্তা ঘাট।
মোঃ নুরে আলম,বরিশাল জেলা প্রতিনিধি।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের কারণে গতো কয়েকদিন ধরে টানা বর্ষণে বরিশালের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। আজ সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দফায় দফায় হতে থাকে। সকাল আনুমানিক ১১ টার দিকে টানা দেড় ঘন্টা ভারি বর্ষনে বরিশালের প্রধান প্রধান সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতার। সদর রোড,বগুড়া রোড সহ বিভিন্ন জায়গায় পানি বেড়ে চলাচলের অযোগ্য হয়ে দাড়ায়,রিক্সা, অটো, ও গাড়ি চলাচল করতে পারছে না।প্রতিটি রাস্তায় হাটু সমান পানি ওঠে তাই রাস্তায় কিছুই দেখা যায় না।এতে করে যাবাহন পরছে বিভিন্ন খানা খন্দে।অন্যদিকে বরিশালের বিভিন্ন নদ নদীর পানি বেড়ে ২০ থেকে ২৫ সেন্টিমিটার।কিছু লোকের সাথে কথা বলে জানা যায় যে,তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন,বৃষ্টির পানি যাতে করে অতি দ্রুত নেমে যেতে পারে তার দিকে লক্ষ দিতে।