নিয়ামতপুরে উপজেলা প্রেস ক্লাব গঠনের উদ্দেশ্যে জেলা বাংলাদেশ প্রেস ক্লাব কমিটির আগমন
এম,এ,মান্নান, স্টাফ রিপোর্টার,নিয়ামতপুর (নওগাঁ)
বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত ও শক্তিশালী করার লক্ষ্যে সম্প্রতি নওগাঁ জেলা বাংলাদেশ প্রেস ক্লাব কমিটির এক প্রতিনিধিদল নিয়ামতপুর উপজেলায় শুভ পদার্পণ করেন। এই সফরের মূল উদ্দেশ্য ছিল নিয়ামতপুরে একটি শক্তিশালী, নিরপেক্ষ ও কার্যকর উপজেলা প্রেস ক্লাব গঠন।জেলা কমিটির এই প্রতিনিধি দল স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রেস ক্লাব সহ-সভাপতি জনাব এ কে এম ফজলে মাহমুদ চাঁদ, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক জনাব মোঃ মোকছেদুল আলম এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ ফারুক হোসেন- নওগাঁ,বাংলাদেশ প্রেস ক্লাব,জনাব মোঃ কাজল ভাই-নওগাঁ বাংলাদেশ প্রেস ক্লাব,জানবা মোসাঃ শান্তি আপা-নওগাঁ,বাংলাদেশ প্রেস ক্লাব,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিরা।প্রতিনিধিরা বলেন, “সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং ও গুরুত্বপূর্ণ পেশা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমানুষের কথা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তাই উপজেলা পর্যায়ে একটি সংগঠিত প্রেস ক্লাব গঠন সময়ের দাবি।”এ সময় নিয়ামতপুর উপজেলার সাংবাদিকবৃন্দ নতুন প্রেস ক্লাব গঠনের বিষয়ে স্বতঃস্ফূর্ত মতামত প্রদান করেন এবং সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তাব পেশ করা হয়।
উল্লেখ্য, এই উদ্যোগ বাস্তবায়িত হলে নিয়ামতপুরের সাংবাদিক সমাজ একটি সাংগঠনিক প্ল্যাটফর্ম পাবে, যা তাঁদের অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন এবং ন্যায্যতা প্রতিষ্ঠায় সহায়ক হবে।