নকলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমে পুরস্কৃত হলো ১৯ মেধাবী শিক্ষার্থী
মো: জহিরুল ইসলাম
উপজেলা প্রতিনিধি নকলা (শেরপুর)
শেরপুরের নকলা উপজেলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম” এর অধীনে সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্য কর্মক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের উৎসাহিত করা। যার ফলশ্রুতিতে ২০২৩-২৪ অর্থবছরের জন্য “উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার” এবং “উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার” প্রদান করা হয়।
সোমবার (২৮ জুলাই) দিনব্যাপী উপজেলা হল রুমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
উক্ত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক নাসির উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান ও উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারহানা জাহান সিরাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক নাসির উদ্দীন,।
জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ সহ অনুষ্ঠানে আগত শিক্ষক, এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ , সাংবাদিক, অভিবাবক ও শিক্ষার্থীরা।
সে সময় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার যেভাবে স্কুল পর্যায়ে পারফরমেন্স বেজড প্রণোদনা প্রদান করছে, তা শিক্ষক ও শিক্ষার্থীর মাঝে উৎসাহ সৃষ্টি করেছে এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।
অনুষ্ঠান শেষে স্কুল, কলেজ এবং মাদ্রাসার ৬ প্রতিষ্ঠান থেকে নির্বাচিত ১৯ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।