নওগাঁ সাপাহারে স্বনামধন্য এসএম হোন্ডা
প্রচুর মার্কেট পেয়েছে।
মোঃ রাশেদ আলী
স্টপ রিপোর্টার নওগাঁ জেলা
মোঃ মিথন চৌধুরী (অপু) সাপাহার বাজারে সর্বশ্রেষ্ঠ মার্কেট পেয়েছে জাপানি ব্যান্ডের এস এম হোন্ডা শোরুম। অপু চৌধুরী জানিয়েছে যে আমি সকল প্রকার সার্ভিসিং এবং সহযোগিতার জন্য। আমরাই সর্বপ্রথম সাপাহারে গ্রাহক সেবা নিয়ম অনুযায়ী সার্ভিসিং ইঞ্জিন অয়েল চেকিং ইঞ্জিনের ফিল্টার চেকিং সকল প্রকার সার্ভিস ফ্রি দিয়ে থাকি।
একজন ক্রেতাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনি হোন্ডা মোটরসাইকেল কেন ব্যবহার করেন, হোন্ডা গাড়ির সর্বপ্রথমই হলো এইটার মাইলেজ খুব সুন্দর এবং কন্ট্রোলিং অনেক ভালো হোন্ডার ইঞ্জিন সাউন্ড কন্ট্রোল বিকট আওয়াজ নেই।
আমাকে গাড়ির সাউন্ড টা অনেক ভালো লাগে এর জন্যই আমি হোন্ডা মোটরসাইকেল ব্যবহার করি।