1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
নওগাঁ সাপাহারে স্বনামধন্য এসএম হোন্ডা প্রচুর মার্কেট পেয়েছে। সুনামগঞ্জ-১ আসনে তৃণমূলে আস্থার প্রতীক মাহবুবুর রহমা মুন্সীগঞ্জে কোরিয়ার ডাক্তার  দিয়ে ৫৫০ জনকে  চক্ষু চকিৎিসা নকলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমে পুরস্কৃত হলো ১৯ মেধাবী শিক্ষার্থী নিয়ামতপুরে উপজেলা প্রেস ক্লাব গঠনের উদ্দেশ্যে জেলা বাংলাদেশ প্রেস ক্লাব কমিটির আগমন মাছখোলা হাজী শামসুদ্দিন এতিমখানা ও আল-মদিনা জামে মসজিদ এ ১ লক্ষ টাকা দান করলেন ড. মো: আতিকুস সামাদ মুকসুদপুরে প্রতিবেশি কেটে দিল রগ গরুটি মৃ,ত্যু যন্ত্র,ণায় করছে ছটফট জোড়খালী ইউনিয়নের আস্থা ও সেবার প্রতীক চেয়ারম্যান সুজা মিয়া। সাপাহার থানার বিএনপির সিনিয়র সহ-সভাপতি পথ ঘোষণা করেন মোঃ আব্দুর রহিম কে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে মোসলেমগঞ্জ বাজারে জনসমাবেশ

গজারিয়ায় শীর্ষ সন্ত্রা,সী স্যুটার মান্নান প্রতিপক্ষের গু,লি,তে নি,হত

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

গজারিয়ায় শীর্ষ সন্ত্রা,সী স্যুটার মান্নান প্রতিপক্ষের গু,লি,তে নি,হত

মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ বালুমহাল পরিচালনা, নদীতে চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী স্যুটার মান্নান নিহত হয়েছে। লালু-জুয়েল গ্রুপের লোকজন তাকে হত্যা করেছে বলে দাবি নিহতের স্বজনদের।

সোমবার (২৮ জুলাই) সকাল দশটার দিকে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বড় কালীপুরা গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে বলে জানা যায়।

 

নিহত স্যুটার মান্নান (৪৫) গজারিয়া উপজেলার ইমামুপর ইউনিয়নের জৈষ্ঠিতলা নূর মোহাম্মদের ছেলে। আহতরা হলো, হৃদয় বাঘ (২৮),আতিকুর (৩০), হাসিব (৩৪),শ্যামল (৩০), নয়ন (২৫),হামীম (৩২)।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার (২৮ জুলাই) সকাল দশটার দিকে মেঘনা নদীর বড় কালীপুরা এলাকায় একটি স্পিডবোটকে দেখতে পান তারা। স্পিডবোটে ৭ জন যুবক সশস্ত্র অবস্থায় নদীতে পাহারা দিচ্ছিলো। এই ঘটনার কিছু সময় পরে স্যুটার মান্নান, হৃদয় বাঘসহ ৭জন ইঞ্জিন চালিত একটা ট্রলার নিয়ে নদীতে নামলে অন্য একটি ইঞ্জিন চালিত ট্রলারে থাকা ১৫/১৬জন পেছন থেকে তাদের ধাওয়া দেয়। তাদের সবার হাতে অস্ত্র, মাথায় হেলমেট, গায়ে জ্যাকেট ছিল।

এই ঘটনার কিছু সময় পরে ২০/২৫ রাউন্ড গুলিবর্ষণের শব্দ শুনতে পান তারা। এরও কিছুক্ষণ পর গুলিবিদ্ধ মান্নানের মরদেহ ট্রলারের উপর পড়ে থাকে। আহতরা ট্রলার থেকে লাফিয়ে পানিতে পড়ে যায়। এসময় হামলাকারীরা ট্রলার ও স্পিডবোট নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চাঁদপুরের দিকে চলে যায়’।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী সোহাগ বলেন, ‘কে কাকে গুলি করছে জানিনা তবে আমরা অনেকগুলো গুলির শব্দ পেয়েছি। পরবর্তীতে শুনতে পেলাম একজনকে গুলি করে হত্যা করে তার লাশ ট্রলারের উপর রেখে যাওয়া হয়েছে। দীর্ঘ প্রায় দুই ঘণ্টা পার হয়ে গেলেও ভয়ে কেউ সেখানে যাচ্ছে না’।

বিষয়টি সম্পর্কের নিহত মান্নানের স্ত্রী সুমি বেগম বলেন, ‘গত কয়েকদিন আগে মান্নান আমাকে বলেছিল হোগলাকান্দির গ্রামের লালু, জুয়েল তাকে মেরে ফেলতে চায়। তারা তাকে হত্যা করতে পেশাদার অস্ত্রবাজ ভাড়া করেছে। আজ সকালে আমরা খবর পেলাম মান্নানকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি সিউর লালু, জুয়েল আর তারা তাদের ভাড়াটে খুনিরা তাকে হত্যা করেছে। এখানে গুয়াগাছিয়ার কুখ্যাত সন্ত্রাসী নয়ন-পিয়াস বাহিনীর লোকজনও থাকতে পারে। আমি এ বিষয়ে থানায় মামলা দায়ের করবো’।

এদিকে ঘটনাস্থলে এসে গজারিয়া গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম বলেন, ‘নিহতের বুকে দুটি গুলির চিহ্ন রয়েছে। অবস্থা দেখে মনে হচ্ছে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা একটি গুলির খোসা উদ্ধার করেছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে তারা ঘটনাস্থলে আসছে’।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘মান্নান গজারিয়া উপজেলার একজন কুখ্যাত সন্ত্রাসী। অস্ত্র চালনায় বিশেষ পারদর্শী হওয়ার কারণে সে স্থানীয়দের কাছে স্যুটার মান্নান নামে পরিচিত। তার নামে গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে’।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট