রুয়া নির্বাচনে পাবনার আবু তালেব মন্ডল ও এএসএম আব্দুল্লাহ নির্বাচিত
আব্দুল্লাহ আল মোমিন
ষ্টাফ রিপোর্টার পাবনা
রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)–এর নির্বাচনে পাবনা থেকে ৩ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন যুগ্ম-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে পাবনা থেকে প্রকাশিত দৈনিক জীবন কথা সম্পাদক অধ্যাপক আবু সালেহ মো. আব্দুল্লাহ, সাঁথিয়ার অধিবাসী যুগ্ম-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. ফরহাদ আলম ও নির্বাহী সদস্য হিসেবে দৈনিক জীবন কথা পত্রিকার প্রধান উপদেষ্টা ও পাবনা ইসলামিয়া ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক আবু তালেব মন্ডল।
নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন প্রফেসর ড. নিজাম উদ্দিন। রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) নির্বাচন ২০২৫, শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হয় এবং বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয় ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “দীর্ঘদিন পর রুয়ার কার্যকর একটি নির্বাচন অনুষ্ঠিত হলো, নির্বাচনে যারা অংশ নিয়েছেন, তারা রুয়াকে আরও সক্রিয় ও কার্যকর করে তুলবেন—এই প্রত্যাশা করছি।”
বিজয় প্রার্থীরা মনে করেন এটি শুধু একটি নির্বাচনী জয় নয়—এটি সততা ও নেতৃত্ব, গ্রহণযোগ্যতার প্রতি সমাজের আস্থার প্রমাণ।এ বিজয় আগামী জাতীয় নির্বাচনে অব্যাহত থাকবে।