পাবনায় চাঞ্চল্যকর সড়ক দুর্ঘ,ট,নার ঘাতক বাস চালক গ্রে’ফ’তার ।
মিনারুল ইসলাম (স্টাফ রিপোর্টার পাবনা) : প্রতিনিধি
গত ইং-০৪/০৭/২৫ তারিখ ভোর অনুমান ০৫.৪৫ ঘটিকার সময় পাবনা জেলার আতাইকুলা থানাধীন আর আতাইকুলা ইউপির অন্তর্গত বনগ্রাম পূর্বপাড়া সাকিনস্থ জনৈক ওহাব আলীর বাড়ির উত্তর পার্শ্বে পাবনা ঢাকা আঞ্চলিক মহাসড়কের উপর পাবনা এক্সপ্রেস পরিবহন এর যাহার রেজি নং ঢাকা মেট্রো-ব-১৩-২৫৮১ অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপরোয়া গতিতে বাস চালিয়ে ঢাকা হতে পাবনা অভিমুখে যাওয়ার সময় তার নিজ লেন রেখে বিপরীত লেনে উল্টো পথে গেলে পাবনা হতে ঢাকা অভিমুখী ট্রাক যাহার রেজি নং ঢাকা মেট্রো-ট-২০-৩৪৩৮ এর মুখোমুখি আঘাত করিলে ০৩ জন যাত্রী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। বাসে থাকা ০৭/০৮ জন যাত্রী গুরুত্বর জখম প্রাপ্ত হয়। স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহতদেরকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে প্রেরণ করেন। উক্ত ঘটনাটি স্থানীয়ভাবে ও দেশে অনেক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বর্ণিত ঘটনায় পাবনা জেলার আতাইকুলা থানার মামলা নম্বর-০৫, তারিখ-০৫/০৭/২৫ খ্রিষ্টাব্দ ধারা- ২০১৮ সালের সড়ক পরিবহন আইন ৯২(১)/৯৮/১০৫, রুজু হয়। গোপন তথ্যের ভিত্তিতে অত্র থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোস্তাফিজার রহমান এর নেতৃত্বে হাইওয়ে পুলিশের ০১টি চৌকসদল সহ অদ্য ২৬/০৭/২৫ তারিখ সকাল অনুমান ০৯.৩৫ ঘটিকার সময় পাবনা জেলায় সদর থানাধীন ডাকবাংলা হাজীর মোড় এলাকা হতে মামলার তদন্তে প্রাপ্ত পাবনা এক্সপ্রেস বাসের ড্রাইভার-মোঃ সানোয়ার হোসেন (৪৬), পিতা মোহাম্মদ আব্দুল জব্বার, গ্রাম-শিবপুর (মূলগ্রাম), থানা চাটমোহর, জেলা-পাবনা’কে গ্রেপ্তার করা হয়।