পবা মোহনপুর বিএনপির গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ করেন জননেতা ইকবাল হোসেন
মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী পবা মোহনপুর উপজেলায় গণসংযোগ কার্যক্রমের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজশাহী ন ওহাটাপৌরসভার মহানন্দা কাউন্টার বিশ্বরোড মোড় জেলখানা মোড় লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী জেলা বিএনপিরবিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন কর্মসূচিতে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী ন ওহাটাৎপৌর বিএনপির সভাপতি কামরুল আরেফিন বুলু,পৌরো বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামান মুক্তা, পবা থানা বিএনপির তারেক আহমেদ, মোহনপুর উপজেলা উপজেলার বিএনপি’র সাবেক যুগ্ন আহ্বায়ক ও সাবেক কমিশনার মঞ্জুর হোসেনের ভাতিজা সৈয়দ আতাউর রহমান মিলন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দেশে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, লাগামহীন দ্রব্যমূল্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির ৩১ দফা কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। তারা বলেন, সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণের মাধ্যমে তারা চলমান আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন।