নান্দাইলে গার্মেন্টসের নার্সকে ধর্ষ,ণের অভি,যোগ, বিচারের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষো,ভ
মোঃ এমদাদুল হক ভূইয়া
নান্দাইল (উপজেলা) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বাঁশহাটি এলাকায় অবস্থিত “ম্যাজিক সোয়েটার গার্মেন্টস”-এর এক নারী নার্সকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির এডমিন কর্মকর্তা রেজাউল করিমের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে গার্মেন্টসের শ্রমিকরা রোববার (২৭ জুলাই) দিনব্যাপী কর্মবিরতি পালন করে এবং প্রতিষ্ঠানের ভেতরে বিক্ষোভ করে।
ভুক্তভোগী নার্সের পরিচয় গোপন রাখা হলেও জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে খাবারের কথা বলে তাকে এডমিন রেজাউল করিম তার রুমে ডেকে নেয় এবং সেখানে ধর্ষণের ঘটনা ঘটে। বিষয়টি প্রথমে গোপন থাকলেও দুই দিন পর ঘটনাটি শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়।
গার্মেন্টসে কর্মরত ইলেক্ট্রিশিয়ান জুয়েল আহম্মেদ জানান, “ঘটনার দিন ও সময়ে আমি রেজাউল স্যারের রুমে গেলে সেখানে তাকে ও নার্সকে আপত্তিকর অবস্থায় দেখতে পাই। এরপরপরই আমি রুম থেকে বের হয়ে আসি। পরে তিনি আমাকে রুমে ডেকে নিয়ে চাকরি থেকে রিজাইন দিতে বলেন। আসলে এর আগেও আমি কয়েকবার তাকে ওই নার্সের সঙ্গে এমন অসামাজিক কাজে জড়াতে দেখেছি।”
ফিনিশিং ইনচার্জ হাফিজুর রহমান বলেন, “ঘটনার দিন ওই নার্সকে প্রায় ২০ মিনিট রেজাউল করিমের কক্ষে অবস্থান করতে দেখা গেছে। এরপর থেকেই শ্রমিকদের মধ্যে এ নিয়ে ক্ষোভ দেখা দেয়।”
একই দাবি জানান টিফিন ম্যান্ডিং বিভাগের আসমা বেগম। তিনি বলেন, “রেজাউল স্যার ওই নার্সের সাথে কু-কর্ম করেছেন। এ কারণে আমরা আজ কর্মবিরতি পালন করছি। আমরা তার চাকরি থেকে অব্যাহতি ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
অভিযুক্ত রেজাউল করিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি, তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে গার্মেন্টসের পরিচালক ফয়সাল আহম্মদ মোবাইলে যোগাযোগ করলে তিনি অভিযোগটিকে অস্বীকার করে বলেন, “ঘটনাটি সত্য নয়, একটি ভুল বোঝাবুঝি।”
এ ঘটনায় স্থানীয় প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী ও শ্রমিকদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।