জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনের লক্ষ্যে লাখো কণ্ঠে শপথ গ্রহণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
মো: জহিরুল ইসলাম
উপজেলা প্রতিনিধি নকলা (শেরপুর)
শেরপুরের নকলা উপজেলায় উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্দেশ্য উপজেলা হলরুমে জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ গ্রহণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৬ জুলাই২০২৫), “জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ গ্রহণ” অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে, “সামাজিক নিরাপত্তার প্রত্যয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হল, সামাজিক নিরাপত্তা এবং সমাজের উন্নয়নে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা। শপথ গ্রহণ অনুষ্ঠানে সকলে মিলেমিশে একটি সুন্দর, নিরাপদ এবং উন্নত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্দেশ্য অনুষ্ঠানটি দু’টি পর্বে দেখানো হয়। এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকা এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রোমান হাসান, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ শামছুল হক রাকিব, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক এস এম মাসুম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংগঠন, সংস্থার নেতৃবৃন্দ।