এসএসসি/দাখিল ২০২৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আদমপুরে
মো: নাজিম মিয়া
স্টাফ রিপোর্টার কমলগঞ্জ
কমলগঞ্জ, মৌলভীবাজার ● বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির আদমপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এসএসসি/দাখিল সমমান পরীক্ষা ২০২৫-এ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদমপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি জনাব মোবাশ্বীর আলী। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন সেক্রেটারি জনাব আব্দুস সোবহান খান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের ভবিষ্যৎ পথচলার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি ছাত্রশিবির মৌলভীবাজার জেলা অফিস সম্পাদক জনাব তোফাজ্জল হোসেন। তিনি কৃতী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “এই কৃতিত্ব শুধু ব্যক্তিগত নয়, এটি জাতির জন্য আশার আলো।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি ছাত্রশিবির কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি জনাব সাদিকুল ইসলাম এবং সেক্রেটারি সৈয়দ মাহফুজুল হক তামিম।
আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আদমপুর ইউনিয়ন শাখার সভাপতি জনাব সাদ উদ্দিন ফয়েজ, ইসলামি ছাত্রশিবির কমলগঞ্জ উপজেলা শাখার সাবেক সেক্রেটারি ডা. হেলাল হোসেন এবং স্থানীয় সাংবাদিক জনাব আব্দুস সালাম খোকন।
বক্তাগণ তাঁদের বক্তব্যে আগামীর সুন্দর বাংলাদেশ গঠনে কৃতি শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিকভাবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন এবং সকলে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।