উন্নয়ন এবং সুবিধা বঞ্চিত ঝাউ গড়া গ্রামের একটি রাস্তার খন্ড চিত্র।
কাজী আব্দুস সোবহান আকন্দ।
উপজেলা প্রতিনিধি,হালুয়াঘাট।
আজ ২৬/০৭/২০২৫খৃ: ময়মনসিংহ জেলাধীন হালুয়াঘাট উপজেলার অন্তর্গত ১০নং ধুরাইল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জন বহুল এবং জনগুরুত্বপূর্ণ একটি রাস্তার খন্ড চিত্রতুলে ধরছি । স্বাধীনতার ৫৪বছরেও যে রাস্তার উন্নয়ন হয়নি।৯নং ওয়ার্ডের ঝাউ গড়া গ্রামের মানুষের দুঃখের ইতিহাস লিখে শেষ হবেনা।
মাদরাসা, মক্তব, স্কুল,কলেজ গামী ছাত্র/ছাত্রীদের কষ্ট জনসাধারনের কষ্ট দেখার তো কেউই নেই। ক ওমী ছাত্র সংগঠন রাস্তাটি কাঁদা ফেলে জন সাধনের চলাচল উপযোগী করে তুলছে। এলাকা বাসীর দাবী উপজেলা নির্বাহী কর্মকর্তা যেন রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করে রাস্তাটি পাকা করনের একটি কার্যকরী ভূমিকা রাখে না।