আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিতে গ্রিন সিগন্যাল।
আজিজুর রহমান খুলনা জেলা প্রতিনিধি।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন সামনে রেখে প্রায় শতাধিক মনোনয়ন প্রত্যাশীদের কেন্দ্র থেকে গ্রিন সিগন্যাল। বিএনপি’র মনোনয়ন পেতে হলে তিনটি বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয় যেমন ১! ক্লিন ইমেজ, ২! রাজপথের সংগ্রামে এগিয়ে, ৩! নিজ আসনে জনপ্রিয়তার শীর্ষে । কেন্দ্রের এমন সিদ্ধান্তে সবথেকে এগিয়ে খুলনা ৪ আসনের আপামার জনসাধারণের ও দলীয় নেতাকর্মীদের পছন্দের শীর্ষে জনাব আজিজুল বারী হেলাল। যিনি দীর্ঘ সাতার বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই সংগ্রাম করে প্রায় শতাধিক মামলার আসামি হয়েও বিপদে আপদে দলীয় নেতাকর্মীদের পাশে থেকে লড়াই সংগ্রাম চালিয়ে গেছেন। তাই খুলনা চার আসনের দলীয় নেতাকর্মী এই আসনের ধানের শীষের একমাত্র কান্ডারী হিসাবে মনে প্রাণে ধারণ করেন। বিএনপি দলীয় নির্বাচনী কৌশল প্রায় চূড়ান্ত, তারই ধারাবাহিকতায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে তিনটি টিম কাজ করছে। গোপন জরিপের পর চলছে যাচাই বাছাই। যাচাই-বাছাই শেষে এলাকার জনপ্রিয়তার শীর্ষে থাকা প্রার্থীদের দেয়া হচ্ছে গ্রীন সিগন্যাল।