নোয়াজ ফয়জুন্নেছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির অভিষেক ও অভিভাবক সমাবেশ
এম,এ,করিম ভুঁইয়া, স্টাফ রিপোর্টার ফেনী।
ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট বাজারে নোয়াজ ফয়জুন্নেছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাস্টার নুরুল আফসারের সঞ্চালনায় অএ
মাদ্রাসার সুপার মাওলানা জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল হাশেম বুলবুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি আবুল কাশেম ভূঁইয়া,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সদস্য তোফায়েল আহমেদ ভূঁইয়া (কুঠি), ফুলগাজী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাস্টার আবুল খায়ের, আমজাদহাট ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন (টিপু), সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. হাসান, মোঃ ইয়াসিন, সাজেদুল ইসলাম রিয়াজ, আবু আহমদ (আবু মেম্বার)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা মনিরুজ্জামান মনির, শাহাদাত হোসেন সাদ্দাম, নুরুল আমিন, আমজাদহাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আসিফ, ও আব্দুল মান্নান রানা।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা পরিবার ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নতুন পরিচালনা কমিটির সভাপতি আবুল কাশেম ও অভিভাবক সদস্য ডা. নূর নবীসহ সবাইকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
সভায় বক্তারা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, ছাত্র-ছাত্রীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠন, শিক্ষাবান্ধব পরিবেশ উন্নয়ন এবং অবকাঠামোগত অগ্রগতির বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।