উপপরিচালক ফাহমিদা বেগমকে কক্সবাজারে বদলীর দাবী জানিয়েছেন কক্সবাজারবাসীঃ
মোহাম্মদ নজরুল ইসলাম খোকন
প্রতিনিধিঃ চকরিয়া উপজেলা।
জনাব ফাহমিদা বেগম, উপ পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম।
তিনি বিগত কয়েকটি বছর ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের উপ পরিচালক হিসাবে কর্মরত ছিলেন। তিনি কক্সবাজার জেলায় সন্ত্রাস জঙ্গিবাদ দমন, যৌতুক-বাল্য বিবাহ, নারী নির্যাতন, মাদক নির্মূল, সাম্প্রদায়িক সহিংসতা নিরসন ও ইসলামের সঠিক প্রচার এবং প্রসারে সকল মতাদর্শী ওলামা ও প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছিলেন।
তিনি ইসলামিক ফাউন্ডেশন ও সরকারের বিভিন্ন স্টেকহোল্ডারের সাথে সমন্বয় করে সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক, যৌতুক ও নারী নির্যাতন মুক্ত একটি আধুনিক ও উন্নত কক্সবাজার বিনির্মাণে নিজেকে আত্ম নিয়োগ করে নিরলস ভাবে কাজ করে আসছিলেন।
কক্সবাজারবাসী ইতোমধ্যে তাঁর প্রচেষ্টার অনেক সুফল ভোগ করে চলেছেন।
হঠাৎ তাঁকে কক্সবাজার জেলা হতে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে বদলী করায় মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ ও যৌতুক মুক্ত একটি আধুনিক ও উন্নত কক্সবাজার বিনির্মাণের লক্ষ্য তিনি শেষ করতে পারেন নি।
কক্সবাজারের সাধারণ মানুষ, সুশীল সমাজ ও অসংখ্য আলেমগণ তাঁকে আবারো কক্সবাজার জেলায় ফিরে পেতে চায়।
তাঁকে দ্রুত চট্টগ্রাম বিভাগীয় অফিস থেকে কক্সবাজার জেলায় বদলী করে নিয়ে আনার জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে হাজারো আলেম-ওলামা, মসজিদে ইমাম-খতিব, মুয়াজ্জিন ও ধর্মীয় বিভিন্ন পেশাজীবি পরিষদের নেতৃবৃন্দরা আলোচনা করে চলেছেন। প্রাপ্ত তথ্য মতে, ইতোমধ্যে সরকারের সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মহলের কাছে এ বিষয়ে মৌখিক ভাবে দাবী জানানো হয়েছে।
আমি কক্সবাজারের একজন স্থায়ী বাসিন্দা, উচ্চ শিক্ষিত ব্যক্তি ও সচেতন নাগরিক হিসাবে আমাদের এ জেলার ধর্মীয় দিক সহ সার্বিক উন্নয়নের জন্য জনাব ফাহমিদা বেগমকে কক্সবাজার জেলায় বদলী করার জন্য সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃর্পক্ষের নিকট বিনীতভাবে অনুরোধ সহ দাবী জানাচ্ছি।