ফেনী জেলার উন্নয়নের কান্ডারী লেফটেন্যান্ট কর্নেল (অব:) জাফর ইমাম এর জন্য ফেনী বাসীর কাছে দোয়া চেয়েছেন
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি চট্টগ্রাম
ফেনী জেলার উন্নয়ন এর কান্ডারী রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা
'বিলোনিয়া যু-দ্ধ' যা পৃথিবীর নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যসূচিতে রয়েছে যে, নামটি তিনি হলেন ফেনীর গন মানুষের নেতা জাফর ইমাম।
সেই যু-দ্ধের নেতৃত্বদাতা ২ নং সেক্টরের সাব -সেক্টর কমান্ডার , সাবেক মন্ত্রী, লেফটেন্যান্ট কর্নেল (অব:)জাফর ইমাম (বীর বিক্রম) অসুস্থ অবস্থায়, জীবন মৃ-ত্যুর সন্ধিক্ষণে, সি.এম.এইচ হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি এবং তার পরিবার, সুস্থতার জন্য দেশবাসী ও ফেনী জেলার সকলের নিকট দোয়া চেয়েছেন।
ফেনীর সর্ব স্তরে জাফর ঈমামের অবদান আছে উনার সময় ফেনীতে অনেক উন্নয়ন হয়েছে।
উনি একজন সফল মন্ত্রী।
আললাহ উনাকে সেফা দান করুন ও দীর্ঘ হায়াতে তাইয়েবা দান করুন।
আপনারা সবাই ঊনার রোগ মুক্তির জন্য দোয়া করবেন।