নিম্নচাপে রূপান্তরিত লঘুচাপ, সারাদেশে বৃষ্টির সম্ভাবনা
ডেস্ক রিপোর্ট: পুলক শেখ । বিশেষ প্রতিনিধি, ভালুকা, ময়মনসিংহ।
২৫ জুলাই ২০২৫, শুক্রবার
উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপে রূপান্তরিত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে এটি পশ্চিমবঙ্গ-বাংলাদেশের উপকূলীয় এলাকায় রয়েছে এবং আজ বিকেল নাগাদ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সারাদেশে বৃষ্টিপাত বাড়বে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, মৌসুমী বায়ু বাংলাদেশে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল। ফলে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রংপুরে মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।
শনিবার (২৬ জুলাই) ও রোববার (২৭ জুলাই) বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। সোমবার (২৮ জুলাই) ও মঙ্গলবার (২৯ জুলাই) সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে, তাপমাত্রা সামান্য কমতে বা অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টির ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।