সাটুরিয়া উপজেলা মহিলা দলের সভাপতির পিতা আব্দুল কুদ্দুসের ইন্তেকাল: জেলা বিএনপি নেতৃবৃন্দের শোক
মোঃ আব্দুল জলিল পাশা
উপজেলা প্রতিনিধি
সাটুরিয়া মানিকগঞ্জ।
মানিকগঞ্জ, ২৪ জুলাই ২০২৫:
জাতীয়তাবাদী সাটুরিয়া উপজেলা মহিলা দলের সভাপতি রাহা মাহামুদ পলির পিতা, তিল্লি ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস আজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অদ্য বিকেল ৩টায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক আফরুজা খানম রিতা, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য এ্যাডভোকেট আজাদ হোসেন, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি ও জেলা আহ্বায়ক সদস্য আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা আহ্বায়ক সদস্য আবুল বাশার সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক আমির হামজা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিনুজ্জামান, শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি শাহিন মন্ডল এবং শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল।
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোরহাব হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ এক সংক্ষিপ্ত আলোচনায় বলেন, “আব্দুল কুদ্দুস ছিলেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক বলিষ্ঠ মুখ। রাজপথে সক্রিয় থেকে তিনি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেননি এবং দলের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রেখেছেন।”
নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন।