সরকারের ভিতরে আরো ও একটি সরকার কাজ করছে
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি চট্টগ্রাম
কেন্দ্রীয় শ্রমিক দলের দিক নির্দেশনায় ফেনী জেলার শ্রমিক দলের তত্ত্বাবধানে
বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজন করা হয়।
ফুলগাজী উপজেলা শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী শাহেদ ও সিরাজুল ইসলাম গুন্ডু নেতৃত্বে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে ফুলগাজী উপজেলা শ্রমিক দলের প্রধান সমম্বয়কারী শাহেদ মজুমদার তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এ সরকারের ভিতরে লুকিয়ে থাকা আর একটি সরকার কাজ করছে।
এমনটাই অভিযোগ করেন। ঐ সরকারকে বর্তমান সরকারের ভিতর থেকে তাড়াতে হবে। না হয় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বসে থাকবে না,আন্দোলনের মাধ্যমে গুপ্ত সরকার কে গুপ্ত ভাবেই পাঠানোর ব্যবস্হা করা হবে ইনশাআল্লাহ।