সচেতনতা বৃদ্ধিতে জেলা পুলিশ বগুড়ার লিফলেট বিতরণ কর্মসূচিঃ
মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার :
সাধারণ জনগণের মধ্যে সামাজিক সচেতনতা, নিরাপত্তাবোধ ও আইন-শৃঙ্খলা বিষয়ে দায়িত্বশীলতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়া জেলা পুলিশের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৫ মিনিট হতে ১টা ৫০ মিনিট পর্যন্ত সাতমাথা, কোর্টচত্বর, ডিসি অফিস চত্বর, জেলখানা মোড়, জেলা পরিষদ গেট, পৌরসভা গেট এবং পুলিশ অফিস গেট এলাকা ও আশপাশে এই সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন বগুড়া জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম (সেবা)। জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে সমাজিক আচরণ, অপরাধ প্রতিরোধ, ট্রাফিক আইন, সাইবার অপরাধসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বগুড়া।আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, বগুড়া। মোঃ আতোয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, ট্রাফিক, বগুড়া।
এছাড়াও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
পুলিশ সুপার জানান, “জনগণের অংশগ্রহণ এবং সচেতনতা ছাড়া অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। তাই এমন কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে।
এই উদ্যোগটি সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে এবং নিরাপত্তাবিষয়ক সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে বলে উপস্থিত সুধীজন মত প্রকাশ করেন।