মৌলভীবাজারে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত
মোঃ নাজিম মিয়া
স্টাফ রিপোর্টার মৌলভীবাজার
বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) স্থানীয় এম সাইফুর রহমান অডিটোরিয়ামে মৌলভীবাজার জেলা বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ্ সিদ্দিকী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ এম নাসের রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দপ্তর সংযুক্ত মোঃ তারিকুল আলম তেনজিং এবং মৌলভীবাজার জেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান (ভিপি মিজান)।
প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের টিম প্রধান ও জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন এবং সদস্য কামরুজ্জামান জুবেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মোঃ ফয়জুল করিম ময়ূন।
অনুষ্ঠানে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।