পরীক্ষা সুযোগ থেকে বঞ্চিত শিক্ষার্থীরা : কিন্ডারগার্টেন সোসাইটির মানববন্ধন ও স্মারকলিপি
মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:
পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে বগুড়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, বগুড়া জেলা শাখা।
বৃহস্পতিবার দুপুর ১২:২৫ মিনিট জেলা শহরের সাতমাথা মোড়ে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের বগুড়া জেলা সভাপতি মোঃ আজমল হুদা শেখ। কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার কিন্ডারগার্টেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি গ্রহণ করেন বগুড়ার জেলা ম্যাজিস্ট্রেট ও যুগ্মসচিব হোসনা আফরোজা। তিনি অংশগ্রহণকারীদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে তা শিক্ষা উপদেষ্টা বরাবর প্রেরণের আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে বিক্ষোভকারীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং উপশহর প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজওয়ান হোসেনের নিকট আরও একটি স্মারকলিপি প্রদান করেন। আয়োজকরা বলেন, প্রাথমিক স্তরে সকল শিশুর সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ ফিরিয়ে দিতে হবে। অন্যথায়, তারা আরো বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেবেন বলেও জানান।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী। পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল ।