জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে ছাত্র জমিয়তের মিছিল অনুষ্ঠিত
শাব্বীর আহমদ শিবলী
হবিগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধি
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উচ্চ কমিশনের (OHCHR) কার্যালয় বাংলাদেশে স্থাপনের উপদেষ্টা মন্ডলীর অনুমোদন এর প্রতিবাদে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দাবিতে ছাত্র জমিয়ত বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
(২৪ জুলাই২০২৫) বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় বানিয়াচং বড় বাজারে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনসমাবেশে রূপ নেয়। এতে সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার সভাপতি রাফিউল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার সভাপতি মাওলানা শায়খ মখলিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, সাধারণ সম্পাদক মুফতী আমীর আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দীন খান, সালারে জমিয়ত হাফেজ মুফতী শাব্বীর আহমদ শিবলী নোমানী, বানিয়াচং যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ইমরান আহমদ উসমানী, সহ-সাধারণ মুফতী মুফাজ্জল হুসাইন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শাহ আলম, জমিয়ত নেতা হাফিজ মাওলানা মিজানুর রহমান প্রমুখ
বক্তারা বলেন, “জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন হলে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। আমরা এ প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।”
এসময় ছাত্র জমিয়তের অন্যান্য নেতাকর্মীরা সরকারের প্রতি আহ্বান জানান, যেন দেশের স্বার্থবিরোধী কোনো আন্তর্জাতিক চুক্তি বা প্রকল্প গ্রহণ না করা হয়।
মাইলস্টোন স্কুল এন্ড কলেজের দিয়াবাড়ি বিমান দুর্ঘটনায় যার মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
আগামীকাল ২৫ জুলাই ২০২৫ শুক্রবার জমিয়তের কেন্দ্র ঘোষিত সারাদেশ ব্যাপী জেলা ও মহানগর বিক্ষোভ মিছিল পালন করবে হবিগঞ্জ জেলা জমিয়ত ।
বাদ জুমআ ঐতিহাসিক নূরুল হেরা জামে মসজিদ কমপ্লেক্স চত্বরে থেকে মিছিলটি হবিগঞ্জ জেলা সদরের মূল মূল। ইনশাআল্লাহ