গজারিয়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন।
মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে মুন্সিগঞ্জে গজারিয়া মানববন্ধন কর্মসূচি হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় গজারিয়া উপজেলা পরিষদের
সামনে সড়কে গজারিয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচিতে উপজেলা থেকে আগত কয়েক শতাধিক কিন্ডারগার্টেন শিক্ষক শিক্ষার্থী অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, 'সরকার যখন সবার জন্য সমান শিক্ষা অধিকার নিশ্চিত করার কথা বলছে, তখন কেন কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাইরে থাকবে? এই বৈষম্যমূলক সিদ্ধান্তের দ্রুত পরিবর্তন চাই।'
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা শাহজাহান সরকার, সভাপতি মোহাম্মদ ফজলুর হক নয়ন, সহ- সভাপতি আবু জাফর ভুট্টু, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার এসোসিয়েশনের সদস্য।
বক্তারা আরও বলেন, একই বয়সী শিক্ষার্থীরা এক পাঠ্যসূচিতে পড়ালেখা করলেও কেন কেবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় সুযোগ দেওয়া হবে? কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদেরও এই পরীক্ষায় অংশগ্রহণের সমান অধিকার থাকা উচিত।
মানববন্ধন থেকে দ্রুত এ সিদ্ধান্ত পরিবর্তনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করা হয়।