গজারিয়ায় অবৈধ মার্বেল ও চুনা কারখানা
উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযান
মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধি
আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সময়ে গজারিয়া উপজেলার বালুয়াকান্দী,টেংগারচর ও বাউশিয়া ইউনিয়নের একাধিক এলাকায় অভিযান পরিচালনা করেন তিতাস গ্যাস মেঘনাঘাট কর্তৃপক্ষ।
এ সময় অবৈধ উপায়ে গ্যাস ব্যবহার করে পরিচালিত
একটি মার্বেল তৈরীর কারখানা ও ২টি অবৈধ চুনা তৈরীর কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এ সময় কারখানার অবকাঠামো গুড়িয়ে দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রামমহাসড়ক সংলগ্ন বালুয়াকান্দি ইউনিয়নের জামালদী এলাকায় মার্বেল ও টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা ও চর বাউশিয়া এলাকায় গড়ে উঠা দুটি চুনা তৈরীট কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এক্সেভেটর দিয়ে কারখানার চুল্লি গুঁড়িয়ে দেয়া হয়।
অভিযানে নির্বাহী ম্যজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন সরকার।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অবৈধ চুনা কারখানার মালিক ও জমির মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। জানা যায় কারখানাগুলোতে প্রতি মাসে আনুমানিক অর্ধ কোটি টাকার সমপরিমান গ্যাস চুরি করে ব্যবহার করে আসছে।
অভিযানে সহায়তা করেন, গজারিয়া থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।