কুতুবদিয়া থানা পুলিশের অভি*যানে ৩১ লিটার চোলাই ম*দ উ*দ্ধার
সংবাদদাতাঃ মহিউদ্দীন কুতুবী, উপজেলা কুতুবদিয়া, কক্সবাজার।
দ্বীপ উপজেলা কুতুবদিয়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের মাধ্যমে ৩১ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) থানার এস আই (নিঃ) প্রবল সিনহা'র নেতৃত্বে সাড়ে আটটার দিকে তার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে এই মোবাইল ডিউটি মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়। উত্তর ধুরুং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে তেলিয়াকাটা ফজর আহম্মদ পাড়ার মামুনের বসতঘর থেকে এ-ই ৩১ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে বলে থানা সুত্রে জানা যায়। তবে কোন আসামী ধরা পড়েনি, এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।