শ্রদ্ধার স্মারক: আশুলিয়ায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণের উদ্যোগ ৫২ স্থানে
নাদিম হাসান শিশির,বিশেষ প্রতিনিধি:আশুলিয়া
আসন্ন ৫ আগস্ট ‘ফ্যাসিবাদ পতন দিবস’ উপলক্ষে ঢাকার আশুলিয়ায় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে ৫২টি স্থানে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বুধবার শহীদের শহীদি স্থান চিহ্নিত করে স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এদিন দুপুরে শহীদ ও আহতদের তালিকা যাচাই-বাছাইয়ের প্রধান সমন্বয়ক তামিম খান জানান, এখন পর্যন্ত ৩৯টি স্থানে লাল বৃত্ত দিয়ে স্থান নির্ধারণ করা হয়েছে। শহীদের সংখ্যা ৫২ জন বলে উল্লেখ করে তিনি বলেন, “৫২টি স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করে আমরা ৫ আগস্ট সেসব স্থানে শ্রদ্ধা জানাব। শহীদদের স্মরণে স্থায়ী নিদর্শন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
শহীদদের পরিবারের সদস্যরা জানান, এই স্মৃতিস্তম্ভগুলো কেবলমাত্র শহীদদের স্মৃতিকে নয়, বরং তাদের আদর্শকেও প্রজন্ম থেকে প্রজন্মে বহন করবে। তাঁরা বলেন, “এই উদ্যোগ আমাদের জন্য গর্বের। শহীদদের আত্মত্যাগকে ইতিহাসের পাতায় অমর করে রাখবে এই স্মারকগুলো।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার (যিনি এ বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছুক ছিলেন), আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, আশুলিয়া থানার ওসি (অপারেশনস) সফিকুল ইসলাম সুমনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
এই স্মৃতিস্তম্ভগুলো একদিকে যেমন শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা প্রদর্শনের নিদর্শন হয়ে থাকবে, তেমনি তা গণতন্ত্র ও ন্যায়ের জন্য লড়াইয়ের প্রতীক হিসেবেও স্থান করে নেবে।